বিচার নয়, প্রতিশোধের রাজনীতি!”—হাইকোর্টের রায়কে হাতিয়ার করে ব্রাত্যর কটাক্ষ গণোপাধ্যায়কে

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নতুন রায় রাজনৈতিক মহলে নতুন ঝড় তুলেছে। ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখার সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই শাসকদলের শিবিরে যেন স্বস্তির ঢেউ। কিন্তু সেই ঢেউয়ের মাঝেই তৃণমূল কংগ্রেসের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর তির্যক মন্তব্য আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে অবসরপ্রাপ্ত বিচারপতি ও বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
By,
Admin

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নতুন রায় রাজনৈতিক মহলে নতুন ঝড় তুলেছে। ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখার সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই শাসকদলের শিবিরে যেন স্বস্তির ঢেউ। কিন্তু সেই ঢেউয়ের মাঝেই তৃণমূল কংগ্রেসের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর তির্যক মন্তব্য আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে অবসরপ্রাপ্ত বিচারপতি ও বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।

রায় ঘোষণার পর ব্রাত্য বসুর ক্ষুব্ধ কণ্ঠে শোনা গেল তীব্র অভিযোগ—“একজন বিচারপতির সিদ্ধান্তে হাজার হাজার পরিবার বছরের পর বছর আতঙ্কে কাটাল। বিচারকের চেয়ারে বসে প্রতিশোধ নেওয়া ন্যায়ের পথ নয়। এখন বোঝা যাচ্ছে, উদ্দেশ্যটা বিচার নয়—ছিল রাজনীতি।” শিক্ষা মন্ত্রীর দাবি, নিয়োগ বাতিলের পুরনো রায়টি ‘ব্যতিক্রমী মাত্রায় কঠোর’ এবং ‘অহেতুক আক্রমণাত্মক’।

তিনি আরও বলেন, “এই রায় প্রমাণ করে দিল, চেয়ারের অপব্যবহার করে সাধারণ শিক্ষকদের জীবিকা নিয়ে খেলা হয়েছিল। আর সেই পথ ধরেই পরে সাংসদ হয়ে গিয়েছে কেউ কেউ। মানুষ সবই দেখে—এটাই আজ প্রমাণিত।”

অন্যদিকে, শিক্ষক মহলের বড় অংশ নতুন রায়ে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দিয়েছে। অনেকের চোখে জল—“আমরা অপরাধী নই। আমাদের পরিবার আজ স্বস্তির নিশ্বাস ফেলতে পারছে।” দীর্ঘদিনের অনিশ্চয়তায় থাকা ৩২ হাজার পরিবার যেন বহু মাস পর স্থিরতার আলো দেখল।

রায়কে রাজনৈতিক বার্তায় রূপান্তরিত করতে শুরু করেছে দলগুলোও। তৃণমূল বলছে, “মানুষের পাশে থাকার লড়াইয়ের জয়।” আর বিরোধীরা দাবি করছে, “সরকার দাবি করলেও নিয়োগে অনিয়মের দাগ মুছবে না।”

সব মিলিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত শুধু চাকরি বাঁচাল না—রাজ্যের রাজনৈতিক তাপমাত্রাও আরও চড়িয়ে দিল।

সাম্প্রতিক খবর
২০২৬ বিশ্বকাপে মেসি নাও খেলতে পারেন’ — ফুটবল দুনিয়ায় চাঞ্চল্য
SIR–এর নামে বাংলায় ভয় দেখানোর খেলা, লক্ষ্য রাষ্ট্রপতি শাসন’—অমিত শাহকে সরাসরি নিশানা মমতার
ইন্ডিগো বিপর্যয়: বৃহস্পতিবার ৫৫২টিরও বেশি ফ্লাইট বাতিল, দেশজুড়ে তীব্র ভোগান্তির শিকার যাত্রীরা!
ইতিহাস গড়ার পথে ২০২৬ বিশ্বকাপ: ওয়াশিংটনে জমকালো ড্র আজ, ৪৮ দল নিয়ে নতুন আঙ্গিকে ১২টি গ্রুপ গঠন।