SIR–এ তথ্য ভুল, ‘চাপে’ স্বীকারোক্তি BLO–র! CEO অফিস ঘেরাও করে উত্তেজনা হাওড়া–কলকাতায়

কলকাতা: রাজ্যের চলতি SIR (Special Intensive Revision)–কে ঘিরে উত্তেজনা দিন দিন বাড়ছেই। সোমবার সকালে হঠাৎ করেই চাঞ্চল্য ছড়ায় যখন কয়েকজন BLO (বুথ লেভেল অফিসার) অভিযোগ জানাতে ও ব্যাখ্যা চাইতে কলকাতার CEO দফতরের সামনে জড়ো হন। সেখানে উপস্থিত এক BLO প্রকাশ্যে স্বীকার করেন— “সময়সীমার চাপ, হঠাৎ নির্দেশ, আর অগুনতি এন্ট্রি—সব মিলিয়ে ভুল হওয়াটাই স্বাভাবিক!”
By,
Admin

কলকাতা:
রাজ্যের চলতি SIR (Special Intensive Revision)–কে ঘিরে উত্তেজনা দিন দিন বাড়ছেই। সোমবার সকালে হঠাৎ করেই চাঞ্চল্য ছড়ায় যখন কয়েকজন BLO (বুথ লেভেল অফিসার) অভিযোগ জানাতে ও ব্যাখ্যা চাইতে কলকাতার CEO দফতরের সামনে জড়ো হন। সেখানে উপস্থিত এক BLO প্রকাশ্যে স্বীকার করেন— “সময়সীমার চাপ, হঠাৎ নির্দেশ, আর অগুনতি এন্ট্রি—সব মিলিয়ে ভুল হওয়াটাই স্বাভাবিক!”

বিক্ষুব্ধ BLO–র দাবি, গত কয়েক দিনে তাঁদের ওপর অস্বাভাবিক কাজের চাপ তৈরি হয়েছে। তাঁর কথায়, “আমাদের দিয়ে যে পরিমাণ ভেরিফিকেশন করানো হয়েছে, সেটা বাস্তবসম্মত নয়। ভুল তথ্য আপলোড হয়েছে, সেটা স্বীকার করতেই হবে।” তাঁর এই মন্তব্যে উপস্থিত অন্যান্য কর্মীদের মধ্যেও উত্তেজনা ছড়ায়।

এদিকে CEO দফতরের সামনে জড়ো হওয়া আরও কয়েকজন BLO অভিযোগ করেন— কিছু নাম যাচাই না করেই চাপে আপডেট করতে হয়েছে। অনেক ক্ষেত্রেই ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের সময় পাননি তাঁরা। ফলে ভোটার তালিকায় ভুল প্রবেশ ঘটেছে বলে তাঁদের আশঙ্কা।

পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই পুলিশ ব্যারিকেড করে BLO–দের সরাতে চেষ্টা করে। তাতে সামান্য ধস্তাধস্তিও হয়।

SIR–এর সময়সীমা বাড়ানো হলেও কাজের গতি, মান এবং “ভুল সংশোধনের সুযোগ” নিয়ে প্রশ্ন তুললেন কর্মীরাই। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই স্বীকারোক্তি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সাম্প্রতিক খবর
২০২৬ বিশ্বকাপে মেসি নাও খেলতে পারেন’ — ফুটবল দুনিয়ায় চাঞ্চল্য
SIR–এর নামে বাংলায় ভয় দেখানোর খেলা, লক্ষ্য রাষ্ট্রপতি শাসন’—অমিত শাহকে সরাসরি নিশানা মমতার
ইন্ডিগো বিপর্যয়: বৃহস্পতিবার ৫৫২টিরও বেশি ফ্লাইট বাতিল, দেশজুড়ে তীব্র ভোগান্তির শিকার যাত্রীরা!
ইতিহাস গড়ার পথে ২০২৬ বিশ্বকাপ: ওয়াশিংটনে জমকালো ড্র আজ, ৪৮ দল নিয়ে নতুন আঙ্গিকে ১২টি গ্রুপ গঠন।