দেবলীনার ছেলেদের পাঞ্জাবিতে সাহসী লুক, কুৎসা ও ট্রোলিংকে ছাপিয়ে খুনসুটি-বন্ধুত্বের মুহূর্তে আলোচনায় নেটদুনিয়া

By,
Admin

অভিনেত্রী দেবলীনা নন্দী আবারও নজর কাড়লেন তার গণ্ডি ভাঙা লুক দিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে তাঁকে দেখা গেছে ছেলেদের ঢিলেঢালা পাঞ্জাবিতে, সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে। পাশে ছিলেন সায়ক, দু’জনের মধ্যে যে হাসি-খুনসুটি ও বন্ধুত্বের উষ্ণতা ধরা দিয়েছে, তা মুহূর্তেই নেটিজেনদের মন কেড়েছে।এই লুক সামনে আসতেই কিছু মানুষ পোশাক ও ব্যক্তিগত পছন্দ নিয়ে কুৎসা, ট্রোলিং এবং সমালোচনা শুরু করেন। তবে দেবলীনা সেই সব মন্তব্যে একটুও প্রতিক্রিয়া দেখাননি। কোনও ব্যাখ্যা, কোনও মন্তব্য নয়—বরং তার সাবলীল উপস্থিতি, প্রাণখোলা হাসি এবং স্বাভাবিক আত্মবিশ্বাসই হয়ে উঠেছে সমালোচকদের শক্ত জবাব। বিনোদন মহলে মনে করা হচ্ছে, দেবলীনা আবারও প্রমাণ করলেন—পোশাক কোনও লিঙ্গের নির্ধারক নয়, বরং আত্মবিশ্বাসই আসল স্টাইল।দেবলীনার এই লুক নতুন করে তুলে ধরেছে ‘ফ্যাশন উইথ স্টেটমেন্ট’ ধারণাটি। ছেলেদের পাঞ্জাবিকে নিজের মতো করে ক্যারি করে তিনি বার্তা দিয়েছেন—নিজের পছন্দে আত্মবিশ্বাস থাকলেই সেটাই স্টাইল। অনেকেই এই লুককে সাহসী, আধুনিক এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রকাশ হিসেবে দেখছেন। সমাজের চেনা ছক ভাঙা এবং নিজের মতো করে বাঁচার এই প্রচেষ্টাই নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রশংসা জোগাচ্ছে।এদিকে, সায়কও কেবল পাশে দাঁড়ানোই নয়, খুনসুটি এবং আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে নিজের সহমর্মিতা এবং বন্ধুত্বের গভীরতা দেখিয়েছেন। তাঁদের পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং খোলামেলা বন্ধুত্বের মুহূর্তগুলো নেটিজেনদের ‘রিলেশনশিপ গোল’ হিসেবে চিহ্নিত করেছে।সব মিলিয়ে, দেবলীনা-সায়কের এই উপস্থিতি কুৎসা, ট্রোলিং এবং সমালোচনার চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছে আনন্দ, স্বাচ্ছন্দ্য এবং আত্মবিশ্বাসের বার্তায়। গণ্ডি ভাঙা লুকের আড়ালে দেবলীনা এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে, এবং এই আলোচনার সুর ক্রমেই প্রশংসার দিকে ঝুঁকছে।

সাম্প্রতিক খবর
সতর্কতা: সামান্য উপসর্গও কিডনি ক্যান্সারের প্রথম সতর্ক সংকেত হতে পারে
ইডেন বয়কটে বাংলাদেশ: সিএবি নিশ্চিত করল টিকিটের পুরো ফেরত
টি-২০ বিশ্বকাপ ২০২৬: অংশগ্রহণ নিয়ে পাকিস্তানকে আইসিসির কড়া হুঁশিয়ারি২০২৬ সালের টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে
দেবলীনার ছেলেদের পাঞ্জাবিতে সাহসী লুক, কুৎসা ও ট্রোলিংকে ছাপিয়ে খুনসুটি-বন্ধুত্বের মুহূর্তে আলোচনায় নেটদুনিয়া