রোববারই বাগদান অদ্রিজার—কবে চার হাত এক হবে অভিনেত্রীর? জানুন হবু বর সম্পর্কে সবকিছু

By,
Admin

নতুন জীবনের পথে পা রাখতে চলেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অদ্রিজা। রোববারই ঘনিষ্ঠ আত্মীয় ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সেরে ফেলছেন তাঁর বাগদান অনুষ্ঠান। বেশ কিছুদিন ধরেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বিনোদন মহলে নানা জল্পনা চলছিল। অবশেষে সেই সব গুঞ্জনেরই আনুষ্ঠানিক সিলমোহর পড়তে চলেছে এই বাগদানের মাধ্যমে।ঘরোয়া আয়োজন, কিন্তু জাঁকজমকের ঘাটতি নেইযদিও বাগদান অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরেই আয়োজন করা হচ্ছে, তবু প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না অদ্রিজা ও তাঁর পরিবার। পরিবার সূত্রে খবর, অনুষ্ঠানস্থল বিশেষভাবে সাজানো হয়েছে। সাজসজ্জায় থাকছে ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন—যা এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলবে।কে অদ্রিজার হবু জীবনসঙ্গী?অদ্রিজার হবু বর পেশায় একজন কর্পোরেট পেশাজীবী। তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত না হলেও অদ্রিজার অভিনয়জীবন ও কাজের প্রতি বরাবরই যথেষ্ট শ্রদ্ধাশীল ও সহায়ক বলে জানা গেছে। কয়েক বছর আগেই দু’জনের পরিচয় হয়। সেই পরিচয় বন্ধুত্বে রূপ নেয়, আর ধীরে ধীরে সেই বন্ধুত্বই পরিণত হয় গভীর সম্পর্কে।ঘনিষ্ঠ মহলের দাবি, একে অপরকে ভালোভাবে বোঝার পরেই জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার পথে এগিয়েছেন তাঁরা। চিন্তাভাবনা, মূল্যবোধ ও জীবনের লক্ষ্য—সব ক্ষেত্রেই নাকি যথেষ্ট মিল রয়েছে এই জুটির মধ্যে, যা তাঁদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।কবে বসছে বিয়ের পিঁড়িতে?বাগদানের পর স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে একটাই প্রশ্ন—কবে বিয়ে? যদিও এখনও পর্যন্ত বিয়ের দিনক্ষণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে পরিবার ও ঘনিষ্ঠ সূত্রের ইঙ্গিত, খুব বেশি দেরি নেই। সব কিছু পরিকল্পনা মতো চললে চলতি বছরের শেষের দিকেই চার হাত এক হতে পারে অদ্রিজা ও তাঁর হবু বর।শোনা যাচ্ছে, কাজের ব্যস্ততা সামলে শীতকালকেই বিয়ের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে ভাবছেন অভিনেত্রী।কাজ আর নতুন জীবনের প্রস্তুতি—দু’দিকেই সমান ফোকাসএকদিকে ধারাবাহিক ও অন্যান্য প্রজেক্টের শুটিং, অন্যদিকে জীবনের নতুন অধ্যায়ের প্রস্তুতি—এই মুহূর্তে দু’দিকই সমান গুরুত্ব দিয়ে সামলাচ্ছেন অদ্রিজা। তাঁর জীবনের এই খুশির খবরে ইতিমধ্যেই শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।অনুরাগী থেকে শুরু করে সহকর্মী শিল্পীরাও অভিনেত্রীর নতুন পথচলার জন্য ভালোবাসা ও আশীর্বাদ জানাতে শুরু করেছেন।

সাম্প্রতিক খবর
মেট্রো যাত্রা আরও সহজ, ফেরানো হচ্ছে রিটার্ন টিকিটের সুবিধা—এক টিকিটেই যাওয়া-আসা
দিনভর বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, সকাল থেকেই বিকল্প রুটে যান চলাচল ব্যাহত
মাসের শেষে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা, টানা কয়েক দিনের অচলাবস্থা কি অনিবার্য?
বছরের শেষের সিনেমা-যুদ্ধ: টলিউডের আবেগের জবাব দিতে প্রস্তুত বলিউডের রাজকীয় প্রত্যাবর্তন