দুই রাজ্যের ভোটার এমন নাম বাংলার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে জেলা শাসকের দপ্তরে বাংলা পক্ষ

দুই রাজ্যের ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের বাংলার ভোটার তালিকা থেকে অবিলম্বে বাদ দিতে হবে—এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল বাংলা পক্ষ।
By,
Admin

দুই রাজ্যের ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের বাংলার ভোটার তালিকা থেকে অবিলম্বে বাদ দিতে হবে—এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল বাংলা পক্ষ। সংগঠনের কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার সহযোদ্ধাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ছিলেন সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেরা এবং দক্ষিণ ২৪ পরগনার সহ সম্পাদক মোঃ হুমায়ুন মোল্লা।

বাংলা পক্ষের বক্তব্য, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গ—দুই রাজ্যের ভোটার তালিকায় নাম রেখে যারা একসঙ্গে ভোট দিচ্ছে, তারা আইন লঙ্ঘন করছে এবং বাংলার প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোর উপর বাড়তি চাপ তৈরি করছে। সংগঠনের দাবি, এমন ব্যক্তিদের নাম চিহ্নিত করে বাংলার ভোটার তালিকা থেকে অবিলম্বে মুছে দেওয়া উচিত এবং প্রয়োজন হলে তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তরফে ফৌজদারি মামলা হওয়া উচিত।

SIR ঘোষণা হওয়ার পর থেকেই এই ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে বাংলা পক্ষ। এর আগে নির্বাচন কমিশনের দপ্তর অভিযান করা হলেও এখন প্রতিটি জেলায় জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার উদ্যোগ চলেছে।

কৌশিক মাইতি এই প্রসঙ্গে বলেন, বিজেপি ও মূলধারার মিডিয়ার একাংশ বাংলাদেশি বা রোহিঙ্গা ইস্যু ঘিরে প্রচার চালালেও দুই রাজ্যে ভোট থাকা “লাখ লাখ ক্রিমিনাল”-এর দিকে দৃষ্টি দিচ্ছে না। তাঁর দাবি, এরা দু’জায়গায় ভোট দিয়ে বাংলার সম্পদ অপচয় করছে এবং প্রশাসনিক সুবিধা ভোগ করছে। বাংলা পক্ষ রাজ্যজুড়ে এমন নামের তালিকা তৈরি করছে এবং এ বিষয়ে প্রশাসনিক স্তরে চাপ বাড়ানো হচ্ছে।

দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। বাংলা পক্ষের সাফ বক্তব্য—বহিরাগত বেআইনি ভোটারমুক্ত বাংলা গড়তেই তাঁদের এই লড়াই অব্যাহত থাকবে।

সাম্প্রতিক খবর
অ্যাপ ক্যাব যাত্রা: রাতের দুঃস্বপ্ন, চরম আতঙ্কে ভরা অভিজ্ঞতা অভিনেত্রীর
মেট্রো যাত্রা আরও সহজ, ফেরানো হচ্ছে রিটার্ন টিকিটের সুবিধা—এক টিকিটেই যাওয়া-আসা
দিনভর বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, সকাল থেকেই বিকল্প রুটে যান চলাচল ব্যাহত
মাসের শেষে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা, টানা কয়েক দিনের অচলাবস্থা কি অনিবার্য?