সময় আজই শেষ— ডিজিটাল আপলোডে কমিশনের কঠোর নির্দেশে দৌড়ঝাঁপ শুরু BLO-দের

রাজ্যের ভোটার তালিকা হালনাগাদে Special Intensive Revision (SIR)–এর কাজ আরও গতি পেল। মঙ্গলবার নির্বাচন কমিশন সোজাসুজি জানিয়ে দিয়েছে— ২ ডিসেম্বর পর্যন্ত যেসব ফর্ম সংগ্রহ হয়েছে, সেগুলি আজই ডিজিটালি আপলোড করতেই হবে। সময়সীমা বাড়ানো হলেও জমে থাকা ফর্ম রাখার কোনো সুযোগ থাকবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন।
By,
Admin

রাজ্যের ভোটার তালিকা হালনাগাদে Special Intensive Revision (SIR)–এর কাজ আরও গতি পেল। মঙ্গলবার নির্বাচন কমিশন সোজাসুজি জানিয়ে দিয়েছে— ২ ডিসেম্বর পর্যন্ত যেসব ফর্ম সংগ্রহ হয়েছে, সেগুলি আজই ডিজিটালি আপলোড করতেই হবে। সময়সীমা বাড়ানো হলেও জমে থাকা ফর্ম রাখার কোনো সুযোগ থাকবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন।

এদিনের নির্দেশ অনুযায়ী, ফর্ম-৬ থেকে শুরু করে ৭, ৮, ৮এ— ভোটার সংশোধনের যাবতীয় নথি, বয়স ও ঠিকানা বদল, তথ্য মিল, মৃত বা অন্যত্র স্থানান্তরিত ভোটার— সবকিছুর তথ্য আজই পোর্টালে তুলতে হবে। কমিশন জানিয়েছে, সময়সীমা ১১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলেও “ব্যাকলগ তৈরি করা চলবে না।” দিনের ফর্ম দিনের মধ্যেই আপলোড বাধ্যতামূলক।

ফলে মাঠপর্যায়ের BLO-দের উপর চাপ বেড়েছে বহুগুণ। বুথে বুথে ঘুরে তথ্য সংগ্রহ, কাগজ যাচাই, বাড়তি সময় ধরে ফর্ম আপলোড— সব মিলিয়ে তাদের দিন এখন ম্যারাথন দৌড়ের মতো। অনেক BLO-ই বলছেন, “কাজের পরিমাণ এত বেশি যে সময় ধরে লড়াই করাটাই সবচেয়ে কঠিন।”

অন্যদিকে কমিশনের সাফ মন্তব্য— ভোটার তালিকা নির্ভুল হতে হবে, আর তা করতে গেলে সময়মতো ডিজিটাল আপলোড অপরিহার্য। যে কোনো ফর্ম যদি ২ ডিসেম্বরের পর সংগ্রহ করা হয়ে থাকে, তা গণনায় ধরা হবে না বলেও সতর্ক করেছে তারা।

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১৬ ডিসেম্বর। তার আগে ডেটা ক্লিনিং, নথি মিল, সন্দেহজনক তথ্য যাচাই— সবকিছুর নিরিখে এখন SIR প্রক্রিয়া সবচেয়ে সংবেদনশীল পর্যায়ে। রাজ্যজুড়ে তাই BLO-দের কর্মচাপ এখন একটাই শব্দে ধরা যায়— ‘ডিজিটাল দৌড়’।

সাম্প্রতিক খবর
২০২৬ বিশ্বকাপে মেসি নাও খেলতে পারেন’ — ফুটবল দুনিয়ায় চাঞ্চল্য
SIR–এর নামে বাংলায় ভয় দেখানোর খেলা, লক্ষ্য রাষ্ট্রপতি শাসন’—অমিত শাহকে সরাসরি নিশানা মমতার
ইন্ডিগো বিপর্যয়: বৃহস্পতিবার ৫৫২টিরও বেশি ফ্লাইট বাতিল, দেশজুড়ে তীব্র ভোগান্তির শিকার যাত্রীরা!
ইতিহাস গড়ার পথে ২০২৬ বিশ্বকাপ: ওয়াশিংটনে জমকালো ড্র আজ, ৪৮ দল নিয়ে নতুন আঙ্গিকে ১২টি গ্রুপ গঠন।