জনদরদি সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জনসাধারণের মধ্যে দেখতে পাওয়া, তাঁদের সংগ্রামের কথা শোনা, তাঁদের দুঃখ ভাগ করে নেওয়া এবং সান্ত্বনা দেওয়া যে সত্যিই কেউ তাঁদের পাশে দাঁড়িয়ে আছেন। প্রতিটি আলিঙ্গন ও প্রতিটি কথোপকথনেই স্পষ্ট যে, কেন তাঁকে এমন একজন জননেতা হিসেবে দেখা হয়! তিনি হৃদয় দিয়ে মানুষের সেবা করেন।
এ ধরনের মুহূর্তে ‘সেবাশ্রয়’ শুধুমাত্র একটি উদ্যোগ নয়, এটি হয়ে ওঠেছে সহানুভূতির এক জীবনরেখা।