কলকাতা:ওড়িশার কটকে ঐতিহ্যবাহী বালিযাত্রা উৎসবের সমাপ্তি দিনে সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের কনসার্ট ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
মঞ্চের কাছে দর্শকদের প্রবল ভিড় ও ধাক্কাধাক্কির ফলে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এই বিশৃঙ্খলায় দুজন দর্শক জ্ঞান হারান, যার মধ্যে একজন মহিলা।
জানা গিয়েছে, শ্রেয়া ঘোষাল মঞ্চে আসার পরই ভিড় আরও তীব্র হয় এবং ফ্যানেরা ব্যারিকেড ঠেলে মঞ্চের দিকে এগোতে থাকে। শ্বাসরোধ এবং অত্যধিক ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন ওই দুই ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁদের অনুষ্ঠানস্থলে থাকা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কোনো গুরুতর আঘাত বা হতাহতের খবর নেই।
পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠান কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে বাধ্য হন আয়োজকরা। বিশাল জনসমাগম নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের বেগ পেতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয় বলে খবর। পরিস্থিতি স্বাভাবিক হলে কনসার্ট আবার শুরু হয়। এই ঘটনায় ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।
কটকের পুলিশ কমিশনার অবশ্য বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার কথা অস্বীকার করেছেন, তবে স্বীকার করেছেন যে বিপুল ভিড় ছিল এবং তারা পরিস্থিতি সামাল দিয়েছেন। বালিযাত্রা উৎসবের শেষ দিনে এই কনসার্টে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।