চাকরি যাবে না, শিক্ষকরাই রাজ্যের ভরসা—হাইকোর্টের রায়ে স্বস্তির হাওয়ায় মুখ্যমন্ত্রী

রাজ্যের বহুল আলোচিত প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নতুন মোড়। ৩২ হাজারেরও বেশি প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে ক্যালকাটা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে বহুদিনের দুশ্চিন্তা কাটিয়ে হাসি ফুটেছে শিক্ষক সমাজের মুখে। আর সেই স্বস্তির আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুলে বললেন নিজের মতামত। তাঁর কথায়, “মানুষকে চাকরি দেওয়া আমাদের দায়িত্ব। রাজ্যবাসীর ঘরে কোনও অশান্তি চাই না।”
By,
Admin

রাজ্যের বহুল আলোচিত প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নতুন মোড়। ৩২ হাজারেরও বেশি প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে ক্যালকাটা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে বহুদিনের দুশ্চিন্তা কাটিয়ে হাসি ফুটেছে শিক্ষক সমাজের মুখে। আর সেই স্বস্তির আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুলে বললেন নিজের মতামত। তাঁর কথায়, “মানুষকে চাকরি দেওয়া আমাদের দায়িত্ব। রাজ্যবাসীর ঘরে কোনও অশান্তি চাই না।”

ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ২০১৪ সালের টেট-ভিত্তিক নিয়োগে সামগ্রিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত নয়। যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁদের সংখ্যা সীমিত—কিন্তু সেই কারণে হাজার হাজার শিক্ষককে চাকরিচ্যুত করা ন্যায়সঙ্গত নয়। এই যুক্তিতেই ডিভিশন বেঞ্চ পূর্বের একক বেঞ্চের চাকরি বাতিলের আদেশ খারিজ করে।

রায়ের পর মুখ্যমন্ত্রীর বক্তব্য, “এই শিক্ষকেরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। হঠাৎ করে তাঁদের পরিবারকে অনিশ্চয়তায় ঠেলে দেওয়া যায় না। আদালত বিচার করে মানবিক সিদ্ধান্ত নিয়েছে।” তিনি আরও ইঙ্গিত দেন, রাজ্য সরকার সবসময়ই শিক্ষক-শিক্ষিকাদের পাশে থাকবে।

মমতার এই প্রতিক্রিয়া নতুন রাজনৈতিক বার্তাও বয়ে আনছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। কারণ, নিয়োগ মামলাকে কেন্দ্র করে বিরোধী শিবির বারবার সরকারকে skam-এর অভিযোগে skewer করছিল। হাইকোর্টের রায়ে পরিস্থিতির মোড় ঘোরায় নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে শাসকদল।

এদিকে চাকরি বহাল থাকা শিক্ষকরা রীতিমতো আবেগাপ্লুত। তাঁদের দাবি, “অবশেষে ন্যায় মিলল। আমরা কাজ করি, আমরা অপরাধী নই।”

রাজ্যজুড়ে এই রায় নতুন আশা জাগিয়েছে—শিক্ষাক্ষেত্রে স্থিরতা ফিরবে, আর দীর্ঘ বিতর্কের পর অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে হাজার হাজার পরিবার।

সাম্প্রতিক খবর
কোর্টে তারকাদের দাপট, বাইরে জোকোভিচ-পত্নী বিতর্কে উত্তাল অস্ট্রেলিয়ান ওপেন
রোববারই বাগদান অদ্রিজার—কবে চার হাত এক হবে অভিনেত্রীর? জানুন হবু বর সম্পর্কে সবকিছু
গোল নেই, উত্তেজনা ভরপুর—সুন্দরবন বনাম হাওড়া-হুগলি ড্রয়ে শেষ চার আরও দূরে?
ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী হয়েই ভেঙে পড়েছিলেন পলাশ? বন্ধুর বিস্ফোরক দাবিতে ফের তোলপাড় পলাশ