কলকাতা হাই কোর্টের ঐতিহাসিক রায়ে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল, রাজ্যজুড়ে বাঁধভাঙা উল্লাস

কলকাতা:কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন রাজ্যের ৩২ হাজার প্রাথমিক শিক্ষক এবং তাঁদের পরিবারবর্গ। পূর্ববর্তী সিঙ্গল বেঞ্চের যে নির্দেশে তাঁদের চাকরি বাতিলের আদেশ দেওয়া হয়েছিল
By,
Admin

কলকাতা:কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন রাজ্যের ৩২ হাজার প্রাথমিক শিক্ষক এবং তাঁদের পরিবারবর্গ। পূর্ববর্তী সিঙ্গল বেঞ্চের যে নির্দেশে তাঁদের চাকরি বাতিলের আদেশ দেওয়া হয়েছিল, দীর্ঘ প্রতীক্ষার পর সেই রায়টিই এদিন খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। এই রায়ের ফলে গত দু’বছর ধরে চলা মানসিক লাঞ্ছনা ও অনিশ্চয়তার অবসান ঘটল, যা শিক্ষকমহলে অপূরণীয় আনন্দ নিয়ে এসেছে। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই আদালত চত্বর থেকে শুরু করে রাজ্যের প্রতিটি জেলায় প্রাথমিক শিক্ষকদের মধ্যে এক উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ তৈরি হয়; কোথাও আবির খেলা হয়, কোথাও আবার বিজয়োল্লাসে মিষ্টিমুখ করা হয়। শিক্ষকেরা দাবি করেন, এই রায় প্রমাণ করল যে পূর্বের সিঙ্গল বেঞ্চের রায়টি ছিল ‘পক্ষপাতদুষ্ট’ এবং এদিন ‘সত্যের জয়’ হয়েছে। বুধবার সকাল থেকেই গোটা রাজ্যের নজর ছিল এই মামলার দিকে, বিশেষ করে সেই ৩২ হাজার শিক্ষক যারা গত বছর নিয়োগ বাতিল ঘোষণার কারণে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন। আদালতের বাইরে ভিড় জমানো শিক্ষকদের চোখেমুখে ছিল এক মিশ্র প্রতিক্রিয়ার ছাপ—কেউ ছিলেন আশাবাদী, কেউ আবার ছিলেন উদ্বেগে। রায় ঘোষণার পর বহু শিক্ষক আবেগতাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়েন, অনেকে আবার হাসিমুখে নিজেদের দীর্ঘ আইনি লড়াইয়ের জয় উদযাপন করেন। একজন শিক্ষক প্রতিক্রিয়ায় বলেন, “আজকে মনে হচ্ছে যেন প্রাণ ভরে শ্বাস নিতে পারছি। গত দু’বছর ধরে যে অপমান ও মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে, এই রায়ে সব উধাও হয়ে গিয়েছে।” আরেক শিক্ষকের কথায়, “আমাদের দৃঢ় বিশ্বাস ছিল, এই লড়াইয়ে যখন নেমেছি, জয় আমাদেরই হবে। আজ সত্যের জয় হল, আমরা জিতলাম, আমাদের লড়াই জিতল।” এই রায়ের ফলে প্রায় ৩২ হাজার পরিবারের অন্ধকার কেটে আলো ঝলমলে ভবিষ্যৎ নিশ্চিত হলো।

সাম্প্রতিক খবর
কোর্টে তারকাদের দাপট, বাইরে জোকোভিচ-পত্নী বিতর্কে উত্তাল অস্ট্রেলিয়ান ওপেন
রোববারই বাগদান অদ্রিজার—কবে চার হাত এক হবে অভিনেত্রীর? জানুন হবু বর সম্পর্কে সবকিছু
গোল নেই, উত্তেজনা ভরপুর—সুন্দরবন বনাম হাওড়া-হুগলি ড্রয়ে শেষ চার আরও দূরে?
ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী হয়েই ভেঙে পড়েছিলেন পলাশ? বন্ধুর বিস্ফোরক দাবিতে ফের তোলপাড় পলাশ