আন্দুলে উদ্বোধন হলো মাস্টার মুভ চেস একাডেমি — দাবা চর্চায় নতুন দিগন্তের সূচনা

হাওড়ার আন্দুল বিশালাক্ষীতলায় গতকাল ৩০ নভেম্বর ২০২৫ (রবিবার) সন্ধ্যা ৪টা থেকে অনুষ্ঠিত হলো Master Move Chess Academy–র বহুল প্রতীক্ষিত শুভ উদ্বোধন অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দা, ছাত্রছাত্রী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নতুন এই দাবা প্রশিক্ষণকেন্দ্রের শুভ সূচনা হয়ে গেল উৎসবমুখর পরিবেশে।
By,
Admin

হাওড়ার আন্দুল বিশালাক্ষীতলায় গতকাল ৩০ নভেম্বর ২০২৫ (রবিবার) সন্ধ্যা ৪টা থেকে অনুষ্ঠিত হলো Master Move Chess Academy–র বহুল প্রতীক্ষিত শুভ উদ্বোধন অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দা, ছাত্রছাত্রী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নতুন এই দাবা প্রশিক্ষণকেন্দ্রের শুভ সূচনা হয়ে গেল উৎসবমুখর পরিবেশে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ড. মোনালিশা মাইতি, প্রধান শিক্ষিকা—তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “দাবা শুধু একটি খেলা নয়, এটি মানসিক শক্তি, কৌশলচিন্তা ও ধৈর্যের প্রতীক।” তিনি আরও জানান, এই একাডেমি আগামী দিনে এলাকার বহু শিশুকে দক্ষ দাবাড়ু হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একাডেমিতে Beginners, Intermediate ও Advance— তিনটি স্তরেই নিয়মিত প্রশিক্ষণের ব্যাবস্থা থাকবে। আয়োজকরা জানান, আধুনিক প্রশিক্ষণপদ্ধতি, অভিজ্ঞ কোচিং এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে এখানে
“ ভবিষ্যতের চ্যাম্পিয়নদের তৈরি করা ।”

উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের আগ্রহ, অভিভাবকদের উচ্ছ্বাস এবং আয়োজকদের আন্তরিকতা মিলিয়ে পরিবেশ ছিল প্রাণবন্ত ও উজ্জ্বল। আগামিদিনে একাডেমিতে নিয়মিত টুর্নামেন্ট, ওয়ার্কশপ, মাস্টারক্লাস ও শিক্ষামূলক সেশন আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান।

আন্দুল ও আশপাশের দাবা অনুরাগীদের জন্য এই একাডেমি নিঃসন্দেহে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিল। ভবিষ্যতে এখান থেকেই তৈরি হবে এলাকার উদীয়মান দাবা প্রতিভারা।

সাম্প্রতিক খবর
২০২৬ বিশ্বকাপে মেসি নাও খেলতে পারেন’ — ফুটবল দুনিয়ায় চাঞ্চল্য
SIR–এর নামে বাংলায় ভয় দেখানোর খেলা, লক্ষ্য রাষ্ট্রপতি শাসন’—অমিত শাহকে সরাসরি নিশানা মমতার
ইন্ডিগো বিপর্যয়: বৃহস্পতিবার ৫৫২টিরও বেশি ফ্লাইট বাতিল, দেশজুড়ে তীব্র ভোগান্তির শিকার যাত্রীরা!
ইতিহাস গড়ার পথে ২০২৬ বিশ্বকাপ: ওয়াশিংটনে জমকালো ড্র আজ, ৪৮ দল নিয়ে নতুন আঙ্গিকে ১২টি গ্রুপ গঠন।