আধা তথ্য নয়, সম্পূর্ণ তালিকা দাও”—গ্রুপ-C ও D ‘দাগি’দের নিয়ে SSC-কে হাইকোর্টের কঠোর নির্দেশ

By,
Admin

নিয়োগ দুর্নীতির জট এখনও কাটেনি। বরং প্রতিদিন নতুন নতুন নির্দেশে চাপ বাড়ছে SSC–র ওপর। সোমবার কলকাতা হাইকোর্টে গ্রুপ-C ও গ্রুপ-D নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিন্‌হা একেবারে সরাসরি নির্দেশ দিলেন—দাগি প্রার্থীদের তালিকা অসম্পূর্ণ রেখে কোনওভাবেই দায় সারতে পারবে না কমিশন।

আদালতের ভাষায়, “শুধু নাম আর রোল নম্বর দিলে তালিকা তৈরি হয় না। প্রার্থীর পরিচয় স্পষ্ট করতে হবে—বাবার নাম, ঠিকানা, নিয়োগের সময়কার তথ্য—সবকিছুই থাকতে হবে।” আদালতের মন্তব্যে স্পষ্ট, আগে প্রকাশিত তালিকা আদালতের প্রত্যাশা পূরণ করেনি।

মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, SSC যে তালিকা আগেই দিয়েছিল সেখানে প্রকৃত দাগিদের অনেকের নাম ছিল না, আবার অনেক নির্দোষ প্রার্থী ভুল করে ‘tainted’ হিসেবে চিহ্নিত হয়েছিলেন। এই অভিযোগগুলি সামনে আসতেই আদালত কঠোর হয়ে জানায়—“স্বচ্ছতা চাইলে, তথ্য লুকিয়ে রাখা চলবে না।”

SSC–র আইনজীবী আদালতকে জানায়, নতুন তালিকা তৈরির কাজ শুরু হয়েছে এবং এবার সম্পূর্ণ তথ্য সংযুক্ত করেই তালিকা প্রকাশ করা হবে। আদালত জানিয়েছে, সময় নষ্ট না করে দ্রুত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।

জানা গিয়েছে, ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে আটকে থাকা বহু প্রার্থীর ভাগ্য এই নতুন তালিকার ওপরই নির্ভর করছে। স্বচ্ছ তালিকা সামনে এলে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবেন, আর যারা ভুলক্রমে অভিযুক্ত—তাদের নামও পরিষ্কার হবে।

আদালতের এই নির্দেশে নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতা আরও এক দফা প্রকাশ্যে এল বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। এখন নজর SSC–র দিকে—কবে তারা আদালতের নির্দেশ মেনে সম্পূর্ণ দাগি তালিকা প্রকাশ করে।

সাম্প্রতিক খবর
২০২৬ বিশ্বকাপে মেসি নাও খেলতে পারেন’ — ফুটবল দুনিয়ায় চাঞ্চল্য
SIR–এর নামে বাংলায় ভয় দেখানোর খেলা, লক্ষ্য রাষ্ট্রপতি শাসন’—অমিত শাহকে সরাসরি নিশানা মমতার
ইন্ডিগো বিপর্যয়: বৃহস্পতিবার ৫৫২টিরও বেশি ফ্লাইট বাতিল, দেশজুড়ে তীব্র ভোগান্তির শিকার যাত্রীরা!
ইতিহাস গড়ার পথে ২০২৬ বিশ্বকাপ: ওয়াশিংটনে জমকালো ড্র আজ, ৪৮ দল নিয়ে নতুন আঙ্গিকে ১২টি গ্রুপ গঠন।